চাদ.............

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১০ আগস্ট, ২০১৪, ১১:৩৯:৫৮ রাত

চাদ...........

সবাই যখন চাদ নিয়ে স্টাটাস দিতেছেন তখন আমি চাদ কে দেখতে আকুল হয়ে রয়েছিলাম,

কারণ তখন আমি হ্যালোজিন লাইটিং এর আলোর পরশে ছিলাম,কৌতুহল করে বাহিরে বের হলাম বাসার দিকে...

বাহিরে বের হয়ে চাদের একটু আলোর ছোঁয়া পেতে চেয়েছিলাম রাস্তার গাড়ির ইলেক্ট্রিক লাইটিং এর কারণে বাহিরের চাদের আলোর ছোঁয়া টুকু পেলাম না।

জ্যাঁমযুক্ত রাস্তা থেকে যখন আমি পুকুর পাড়েরের ফুটপাতের ছোট রাস্তাটিতে আসলাম তখন যেন আমার সারা শরীরে চাদের সেই দিপ্ত আলোটুকু ঝলকানি দিয়ে গেল।

পুকুরের পানিতে বাতাসের ঢেউ আর চাদের সেই আলোর ঝলকানি একটি একটি বিন্দু যেন মনিমুক্তার ন্যায় ফুটে উঠতেছে,

আবার আমি একা একা ফাঁকা জায়গায় দারিয়ে চাদের দিকে মাথা তুলে দিলাম কিন্তু মনে হচ্ছে আমি নিজেই যেন আকাশের চাদটুকুর সাথে কথা বলতে বলতে এড়িয়ে যাচ্ছিলাম।

আবার দেখলাম...! নাহ সত্যি আমি সঠিক জায়গায় দারিয়ে আছি,কিন্তু হাল্কা মেঘের ভেলাগুলি চাদের নীচ দিয়ে কথা বলতে বলতে অন্য দিগন্তে চলে যাচ্ছে..

আবার,সুন্দর দৃষ্টিতে দেখতে লাগলাম অপরুপ চাদের দিকে।

ইয়েছ_চাদকে আজ পূর্ণরুপে দেখেছি আকাশ পানে চেয়ে এবং পানিতে দেখেছি ঐ তার প্রতিধব্বনি।

সকল প্রশংসা আল্লাহ তায়ালার,এই অপরুপ সৌন্দর্য বস্তু ও পৃথিবী সৃষ্টি করার জন্য।নিশ্চয়ই তুমি আরও অপরুপ।

তাই চাদ নিয়ে দুটি লাইন... (আল-হাসান) এর:

আজ পূর্ণিমাতে চাদ উঠেছে ওই,

মোর ঘুম টুটেছে নিদ লুটেছে সই।

চাদ কি বোঝে রাতের আকুতি,

ধরতে বুকে হয় কি চ্যুতি।

জড়ায়ে ধরে চাদের দ্যুতি আমি উতলা হই॥

#নষ্ট

বিষয়: বিবিধ

৮২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253089
১১ আগস্ট ২০১৪ রাত ০২:৪১
আজিম বিন মামুন লিখেছেন : ভালো লাগলো
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
243114
shaidur rahman siddik লিখেছেন : :D/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File